রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কর্ণফুলী পেপার মিলে অগ্নিকাণ্ড, ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জুলাই ১৩, ২০২৪

কর্ণফুলী পেপার মিলে অগ্নিকাণ্ড, ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
স্বপ্নীল হকঃ
এশিয়ার বৃহত্তম রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদনের ২নং মেশিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) দিনগত রাত ১টায় মিলস চালু অবস্থায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পরে কেপিএম মিলস এর অভ্যন্তরীন নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
কেপিএম কারখানা সূত্র জানা যায়, অগ্নিকান্ডের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে পাশাপাশি কিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে বলে যাবে।
এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে পৌঁছায় এবং ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দুইটি মেশিনের ঘর্ষণে এই আগুনের সূত্রপাত হয়েছে।
0 Comments